নিজস্ব প্রতিবেদক –
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় স্থানীয় যুবলীগ নেতার গুদাম থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১ হাজার ১৩০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এসময় চালের গুদামে থাকা এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ওই যুবলীগ নেতার নাম শাহাদাত হোসেন।
বুধবার সন্ধ্যা থেকে রাত সোয়া আটটা পর্যন্ত উপজেলার কালিতলা বাঘবেড় গ্রামে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওই উপজেলার শাহাদত হোসেন নামের এক চাল ব্যবসায়ীর নির্মাণাধীন বহুতল ভবনের নিচতলায় চালের গুদামে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচি চাল মজুত করা আছে-এমন সংবাদে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই গুদাম থেকে ১১৩০ (প্রতি বস্তায় ৩০ কেজি) বস্তা চাল উদ্ধার করা হয়। এসময় গুদামে শাহাদতের ভাই চাল ব্যবসায়ী শাহীন আলম উপস্থিত ছিলেন। তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে চালের ওই গুদাম সিলগালা করা হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।