মেট্রোপলিস রিপোর্ট-
বগুড়ায় জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং অফিসারের অফিসিয়াল মুঠোফোন নম্বর ক্লোন করে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থীর কাছ থেকে অর্থ দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার রাত ৯ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ডিসি মো. সাইফুল ইসলাম। এর আগে এ বিষয়ে একই দিন রাত সোয়া আটটার দিকে ডিসির অফিসিয়াল ফেসবুক আইডিতে (DC Bogura) সতর্কীকরণ স্ট্যাটাস দেয়া হয়।
জানতে চাইলে ডিসি বলেন, আমার অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন করে আসন্ন উপনির্বাচনে অংশ নেয়া আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে ফোন করে টাকা চাওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আগামীকাল (রোববার) থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে। প্রার্থীদের সতর্ক করার উদ্দেশ্যে এ বিষয়ে অফিসিয়াল ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেওয়া হয়েছে।
ডিসির অফিসিয়াল ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাস বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের (বগুড়া-৪ ও বগুড়া-৬ আসন) অফিসিয়াল মোবাইল নম্বর (০১৭৩৩৩৩৫৪০১, ০১৭১৩২০২৪৫৫) ক্লোন করে সংসদ সদস্য প্রার্থীর কাছে ফোন করে অর্থ দাবি করা হচ্ছে। সকলকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। এছাড়াও এ ধরনের কোন নম্বর থেকে ফোন দিয়ে অর্থ দাবি করা হলে তাৎক্ষণিকভাবে তা ওই নম্বরে ফোন দিয়ে ক্রস চেক করে জেলা প্রশাসককে জানানোর অনুরোধ করা হলো।
জানতে চাইলে বগুড়া-৬ (সদর) আসনের নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু বলেন, ডিসির অফিসিয়াল দুই নম্বর ক্লোন করে আমাকে ফোন দিয়ে নির্বাচনের খরচ চাওয়া হয়েছিল। বিষয়টি জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাই। পরে আমাকে জানানো হয় ডিসির নম্বর ক্লোন করে কেউ আমার কাছে অর্থ দাবি করেছে।