মেট্রোপলিস রিপোর্ট –
বাংলাদেশের নৌ ও নৌযন্ত্র প্রকৌশল বিভাগের গ্রাজুয়েটদের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়োগে অন্তর্ভুক্ত করার জন্য প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীদের বিধিমালা বা আইন ২০১৩ এর তফসিল সংশোধনের উদ্দেশ্যে কিছু ক্ষেত্রে পরিবর্তন আনার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে – গত ১ নভেম্বর ২০২২ পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব কবির বিন আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
এ বিষয়ের যৌক্তিকতা তুলে ধরার জন্য অ্যাসোসিয়েশন অফ নেভাল আর্কিটেক্টস এন্ড মেরিন ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের প্রেসিডেন্ট ডঃ রিয়াজ হাসান খন্দকার জানান, “১৯৭৩ সালে সর্বপ্রথম বুয়েটে এবং ২০১৩ সালে এমআইএসটিতে তে নৌ ও নৌযন্ত্র প্রকৌশল বিভাগের যাত্রা শুরু হয়। বর্তমানে বুয়েটে এই বিভাগে ৫৫ টি ও এমআইএসটিতে ৪০টি আসন রয়েছে। ধীরে ধীরে অন্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতেও এই বিভাগ চালু হতে শুরু করেছে। তবে বেসরকারি খাতে চাকুরির সুযোগ-সুবিধা থাকলেও সরকারি ও স্বায়ত্বশাসিত সংস্থায় চাকুরির সুযোগ তুলনামূলক অনেক কম।”
তিনি আরও জানান, “বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মত বড় প্রতিষ্ঠানের কর্মী নিয়োগে প্রকৌশলীদের সুযোগ থাকলেও ড্রেজিং বিষয় অভিজ্ঞ নৌ ও নৌযন্ত্র প্রকৌশল গ্রাজুয়েটধারীদের কাজের কোন সুযোগ নেই। তাঁদেরকে এই প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হলে সংগঠনের কাজের দক্ষতা ও গতি বৃদ্ধি পাবে সেই সাথে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।”