প্রাক্তন তোমাকে খুঁজতে গিয়ে
আবার পবিত্র কালিমা পাঠ করেছি
এই পবিত্র কালিমা শুধু ধর্মের নয়
ভালোবাসার কসমের, বৈধ নথিপত্রের
সাগরের উচ্ছ্বাস ভাসা ভাসমান মানুষের।
প্রাক্তন তোমাকে ভুলতে গিয়ে
সমুদ্রের জল শুকিয়ে যেতে দেখি
রং বেরঙের আলোতে ভাসমান নৌযানে
ভালোবাসার বদল দেখেছি
শুধু পিছনের দিকে তাকিয়ে
নিঃশ্বাস ফেলে এসেছি
এখানেই প্রাক্তন তোমার শেষ
আমার শুরু!
প্রাক্তন তোমার আমার শত্রুটা আজ ইতি
মানুষ হওয়ার প্রত্যায়ে আবার
ভালোবাসার কালিমা পাঠ করি
দেখবে পৃথিবী সুন্দর
তোমাকেই ভালোবেসে প্রতিটি পাঠ
সমুদ্র হয়ে যাবে
তুমি প্রাক্তন হয়ে থাকো
অলিখিত ইতিহাসে বর্তমান হয়ে।
কবি আদিল সাদ পেশাগত জীবনে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজে বোটেক টেকনোলজি নামক প্রতিষ্ঠানে কর্মরত আছেন।