মেট্রোপলিস ডেস্ক-
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে সৈয়দ মোহাম্মদ আরিফ ফয়সাল (২০) নামের এক শিক্ষার্থীকে পুলিশ গুলি করে হত্যা করে। স্থানীয় সময় বুধবার বিকেলে অঙ্গরাজ্যের বোস্টনের ক্যামব্রিজ এলাকায় ঘটনাটি ঘটে।
সৈয়দ মোহাম্মদ আরিফ ফয়সাল ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস এমহার্স্টের (ইউএমএএসএস) শিক্ষার্থী ছিলেন। তিনি পরিবারের সঙ্গে ক্যামব্রিজের পুটনাম স্ট্রিট হাউজিং কমপ্লেক্সে বসবাস করতেন। আরিফের বাবা ডা. এস এম মজিবুল্লাহর বাড়ি বাংলাদেশের চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা এলাকায়। বছর দুয়েক আগে মা-বাবার সঙ্গে আমেরিকায় পাড়ি জমান আরিফ। তিনি মা-বাবার একমাত্র সন্তান।
স্থানীয় গণমাধ্যম ‘এনবিসি ১০ বোস্টন’-এর খবর অনুযায়ী, ক্যামব্রিজের সিডনি স্ট্রিটে ছুরি হাতে আরিফকে বাইরে দেখে পুলিশে খবর দেয় কেউ। পুলিশের তাড়া খেয়ে দৌড়ে ওই এলাকার কয়েকটি ব্লক ঘোরেন আরিফ। গুলিবিদ্ধ হওয়ার আগে তিনি ছুরি নিয়ে পুলিশের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেছিলেন। তাকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হয় পুলিশ। এ সময় এক পুলিশ সদস্য তাকে লক্ষ্য করে গুলি করলে আহত হন আরিফ। পরে স্থানীয় হাসপাতালে নিলে সেখানেই তার মৃত্যু হয়, সূত্রঃ নিউজবাংলা।
ক্যামব্রিজ সিটির অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা এই বিবৃতিতে বলা হয়েছে, ক্যামব্রিজ সিটি ও পুলিশ ডিপার্টমেন্টের সহযোগিতায় ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্ত করবে। আমরা প্রকৃত ঘটনা যাচাই করব এবং এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে কমিউনিটির নিরাপত্তা নিশ্চিতে আমরা দায়বদ্ধ।
নিহত আরিফের নিকটাত্মীয় বলেন, ‘আরিফের বাবা বাংলাদেশে নামকরা চিকিৎসক ছিলেন। বছর দুয়েক আগে পরিবারসহ তারা আমেরিকায় পাড়ি জমান। সেখানকার পুলিশ দাবি করেছে যে, আরিফের হাতে ছুরি ছিল। কিন্তু আমরা খবর পেয়েছি, কোনো কারণ ছাড়াই পুলিশ তাকে গুলি করে হত্যা করেছে।’
এদিকে যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে এস এম আরিফ ফয়সালের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশে তার গ্রামের বাড়ি দাঁতমারা এলাকায়।