নিজস্ব প্রতিবেদক –
গাইবান্ধায় সাঁওতাল নারী ও কিশোরীদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। এসময় ঐতিহ্যবাহী তীর ছোঁড়া প্রতিযোগীতা ও আলোচনা সভা করা হয়।
শনিবার বিকেলে ওই উপজেলার সাহেবগঞ্জ বাগদাফার্মের জয়পুরপাড়ায় গ্রামে এ আয়োজন করা হয়। এ অনুষ্ঠানের আয়োজক গাইবান্ধার নাগরিক সংগঠন জনউদ্যোগ। এসময় সাঁওতাল পল্লীর শতাধিক নারী উৎসবে মেতে উঠেন।
ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহবায়ক ও জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু।
বক্তব্য রাখেন সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে, জনউদ্যোগের কেন্দ্রীয় সদস্য সচিব তারিক হোসেন মিঠুল, আদিবাসী নেত্রী প্রিসিলা মুরমু, জনউদ্যোগ সংগঠনের সদস্য মাহাবুবুর রহমান মজনু, জুলফিকার আহমেদ গোলাপ ও মহেন্দ্রনাথ সেনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, দিন দিন হারিয়ে যাচ্ছে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি। আদিবাসীরা দেশের দরিদ্র জনগোষ্ঠী। আজও তারা নানা ধরণের বৈষম্যর শিকার হচ্ছেন। প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছেন নানা দাবি আদায়ের। তাদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সরকারকে উদ্যোগ নিতে হবে।
দাবি আদায়ে সংগ্রাম করতে গিয়ে সারাদেশে নির্যাতনের শিকার হচ্ছেন আদিবাসীরা- আলোচনা সভায় এমন দাবি করেন বক্তারা।