back to top
-6.4 C
New York
Thursday, January 23, 2025

TMN Shop

spot_imgspot_img

খুলনা বিএল কলেজের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

মেট্রোপলিস রিপোর্ট-

খুলনার সরকারি বিএল বিশ্ববিদ্যালয় কলেজের পুকুর থেকে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে ভাসমান অবস্থায় লাশ‌টি উদ্ধার করা হয়।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ কাজী কামাল বলেন, সকাল ১০ টার দিকে কলেজ কর্তৃপক্ষ লাশটি দেখে থানায় ফোন দেয়। সাথে সাথে সেখানে পুলিশ পাঠানো হয়।

তিনি আরও বলেন, মৃতের বয়স আনুমানিক ৩৭/৩৮ হবে। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার পরণে খাকি কালারের একটি হাফপ্যান্ট ছিল। তার পরিচয় নিশ্চিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।

তিনি আরও বলেন, লাশের পরিচয় শনাক্তে সিআইডি টিমকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তারা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে তার পরিচয় নিশ্চিত করবেন। গোসল করতে নেমে তার মৃত্যু হয়েছে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন।

এদিকে খুলনা সরকারি  বিএল কলেজ অধ্যক্ষ শরীফ আতিকুজ্জামান  জানান, সংবাদ শুনে ঘটনাস্থলে আসেন তিনি। মৃত যুবক তার কলেজের কেউ নন। তাছাড়া তার পরিচয় নিশ্চিতে পুলিশ সিআইডিসহ একাধিক কর্মকর্তা কলেজে অবস্থান করছেন। কলেজের আশপাশের কেউ লাশ শনাক্ত করতে পারেনি।

তিনি আরও বলেন, যেহেতু মৃত যুবক হাফপ্যান্ট পরা ছিল। তিনি হয়ত গোসল করতেই পুকুরে নেমেছিল। পুকুরে নেমেই শারীরিক সমস্যার কারণেই হয়ত বা তার মৃত্যু হয়েছে বলে তিনি এ প্রতিবেদককে জানিয়েছে।

MD IMRAN HOSSAIN
MD IMRAN HOSSAINhttps://themetropolisnews.com/
Md. Imran Hossain, a certified SEO Fundamental, Google Analytics, and Google Ads Specialist from Bangladesh, has over five years of experience in WordPress website design, SEO, social media marketing, content creation, and YouTube SEO, with a YouTube channel with 20K subscribers.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

3,800FansLike
300FollowersFollow
250SubscribersSubscribe

Latest Articles