রাজনীতি বুঝি না বন্ধু,
বিশ্বরাজনীতি?
সে তো দিল্লী বহু দূর!
গ্রাম্য রাজনীতির অভিজ্ঞতায় ভরা আমার ঝুলি-
কিভাবে কূটচাল বেঁধে ফেলে দুর্বল মানুষকে,
কিভাবে দখল করে সম্ভ্রম-সম্পত্তি,
কিভাবে শুষে নেয় রক্ত-ঘাম-শ্রম,
সমস্ত জমিদার-ব্যাকরণ-মানচিত্র
আঁকা আছে অন্তরে আমার;
তারই বৃহত্তর উন্নত সংস্করণ বিশ্ব রাজনীতিতে
পরমাণু বোমা গিলে খায় লক্ষ লক্ষ জীবন
প্রজন্ম থেকে প্রজন্মে বিস্তৃত হয় বিষের জাল-
সবকিছুই দেখেছি ইতিহাসে
বিশ্বযুদ্ধের দ্বিতীয় সংস্করণে,
অপেক্ষা করছে এখন আল্ট্রা-সুপার তৃতীয় অঙ্ক;
কত যে আবিষ্কার কতই না উদ্ভাবন আড়ম্বর!
বেলা শেষে সবই দেখি-
মেনে চলে বিশ্ব মোড়লের অঙ্গুলি নির্দেশ,
সেই পুরনো জমিদার-রীতি;
তবে আর কেন মিছামিছি পূজা অর্চনা করি
জল ঢালি বিশ্ব মহাজনের পায়ে
চলো না বন্ধু-
সকল অসাহয়-জন আবারও সংগ্রামে মাতি
বিন্দু বিন্দু আক্রোশ জমিয়ে প্রবল শক্তিতে
ভেঙে ফেলি শোষণের সব শিকল-ভার,
খুলে ফেলি জানালা দুয়ারের সবগুলো অর্গল
আসুক ঝড় আসুক মৃত্যু তবুও
জয় হোক নিপীড়িত জনতার।
কবি মনিরুজ্জামান বাদল বাংলাদেশ সরকারের বন, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত আছেন