ছবিঃ মেট্রোপলিস-
মেট্রোপলিস রিপোর্ট-
ডিজিটাল নিরাপত্তা আইনকে ‘কালো আইন’ দাবি করে তা বাতিলসহ সাংবাদিক হয়রানির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের স্থানীয় বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালন করা হয়। শেরপুরের সম্মিলিত সাংবাদিক জোট এ আয়োজন করে।
মানববন্ধ চলাকালীন অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন শেরপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলাম। এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা, কমিউনিস্ট পার্টির উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হরিশংকর সাহা ও পৌর কাউন্সিলর ফিরোজ আহমেদ জুয়েল।
আরো বক্তব্য রাখেন- শেরপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি দীপক সরকার, শেরপুর থানা প্রেসক্লাবের সভাপতি এম এম হান্নান রোকন, সাংবাদিক সবুজ চৌধুরী, জাহাঙ্গীর ইসলাম, রঞ্জন কুমার দে, সনাতন সরকার, সাংবাদিক এস আই বাবলু, এ জেড হীরা, সৌরভ অধিকারিসহ আরো অনেকে। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, সরকার ডিজিটাল নিরাপত্তা নামক একটি কালো আইনের মাধ্যমে দেশের মানুষের বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা হরণ করছে। গত মার্চ মাসেই এই আইনে দশ মামলায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। সর্বশেষ সংবাদ প্রকাশের জন্য দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, সাভার প্রতিনিধি শামসুজ্জোহা ও চট্টগ্রামে যুগান্তরের বিশেষ প্রতিনিধি মাহবুব আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে দেশে মুক্তমত ও সত্য প্রকাশের পথ বন্ধ করে গণতন্ত্রকে হত্যার চক্রান্ত চলছে।
এসময় বক্তারা সাংবাদিক হয়রানি বন্ধে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি করেন।