back to top
2.4 C
New York
Saturday, January 11, 2025

TMN Shop

spot_imgspot_img

বিআরআইসিএম-এর আয়োজনে অনুষ্ঠিতব্য কেমিক্যাল মেট্রোলজি অলিম্পিয়াড ২০২৩

মেট্রোপলিস রিপোর্ট –

২০১৯ সালে বাংলাদেশে প্রথমবারের মতো মেট্রোলজি অলিম্পিয়াড আয়োজন করে বাংলাদেশ রেফারেন্স ইন্সটিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস।  বাংলাদেশে কেমিক্যাল মেট্রোলজি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং আমাদের জাতীয় আর্থ-সামাজিক উন্নয়নে এর অবদান সম্পর্কে জনগণকে অবহিত করার অংশ হিসেবে আয়োজন করা হয় এই অলিম্পিয়াড।

কেমিক্যাল মেট্রোলজি কী?

কেমিক্যাল মেট্রোলজি হলো মূলত রাসায়নিক পদার্থের বৈশিষ্ট্য এবং তাদের ব্যবহার সম্পর্কিত বিজ্ঞান। এর মাধ্যমে রাসায়নিক পদার্থের বৈশিষ্ট্য, উৎপাদন, পরিবর্তন, সরবরাহ, সুরক্ষা, উন্নয়ন, পরিচালনা, নির্ভরযোগ্যতা, গুণগত মান, পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা যায়।

কীভাবে শুরু হলো কেমিক্যাল মেট্রোলজি?

আমরা জানি, সভ্য মানুষের দৈনন্দিন নানান কাজে এমনকি চৈনিক-মিশরীয় কিংবা প্রাক-বৈদিক ভারতীয় সভ্যতার যুগেও মানুষ মাপজোখ করত। ব্যবসা-বাণিজ্যে, পদার্থবিদ্যা, রসায়ন, স্থাপত্য ও প্রকৌশল কাজে সভ্যতার আদিকাল থেকেই মাপজোখের প্রয়োগ ছিল। কিন্তু লক্ষণীয় বিষয় হলো, ১৯৭১ সালে আইইউপিএসি (IUPAC),  আইইউপিএপি (IUPAP) এবং আইএসও (ISO) রাসায়নিক পরিমাপের জন্য মোল (mol) কে মাপজোখের সপ্তম মৌলিক একক হিসেবে প্রতিষ্ঠার প্রস্তাব রাখলেও ১৯৯৩ সালের আগ পর্যন্ত বিআইপিএম (BIPM) এ বিষয়ে তেমন উদ্যোগ নেয়নি।

১৯৯৫ সালে বিশ্ববাণিজ্য সংস্থা (WTO)-র যাত্রার পূর্বে ও পরে মারাকেশ-উরুগুয়ে রাউন্ডগুলোতে আমদানি- রপ্তানিসহ আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে নানান রকমের অশুদ্ধ প্রয়োগ (Technical Barriers to Trade TBT এবং Sanitary & Phytosanitary SPS) চিহ্নিত হয়। তার মধ্যে পৃথিবীর বিভিন্ন দেশের রাসায়নিক পরীক্ষার ফলাফলের মধ্যে সামঞ্জস্য বিধান করা, গ্রহণযোগ্যতা প্রদান করা এবং একটি সুষ্ঠু আন্তর্জাতিক অবকাঠামোর আওতায় আনার প্রয়োজনীয়তা ব্যাপকভাবে আলোচিত হয়। বিশেষ করে বিশ্বের উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলো পণ্যের রপ্তানিতে ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হওয়ার আশংকায় পড়ে। মানুষ ও পরিবেশের স্বাস্থ্যরক্ষা,  ভেজাল-নকলের প্রাদুর্ভাব ঠেকানো, পণ্যের মান নিশ্চিত করে ভোক্তাদের অধিকার রক্ষা ও জীবনমান উন্নয়নের লক্ষ্যেই ১৯৯৩ সালে নেদারল্যান্ডের অধ্যাপক রবার্ট কার্ল বা বব কার্লের নেতৃত্বে বিআইপিএম-এর কেমিক্যাল মেট্রোলজি সংক্রান্ত বিশ্বের সর্বোচ্চ বৈজ্ঞানিক কনসালটেটিভ কমিটি ‘সিসিকিউএম’ (CCQM: Consultative Committee on Quantity of Materials) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। যাত্রা শুরু হয় কেমিক্যাল মেট্রোলজির।

বাংলাদেশের কেমিক্যাল মেট্রোলজির ইতিহাস

২০০০-২০০৭ সালে বেশ কয়েকটি ধারাবাহিক গবেষণায় দেশের রাসায়নিক পরীক্ষা-নিরীক্ষার চালচিত্র উঠে আসে। বাংলাদেশে কেমিক্যাল মেট্রোলজির বৈজ্ঞানিক ও কারিগরি অবকাঠামো সৃষ্টির যাবতীয় কৌশলপত্র ও প্রকল্প প্রণয়ন করা হলে বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইনডাস্ট্রিয়াল রিসার্চ, ‘বিসিএসআইআর’ (BCSIR)-এর ক্যাম্পাসে কেমিক্যাল মেট্রোলজি সংক্রান্ত দেশের সর্বোচ্চ রেফারেন্স ল্যাবরেটরি ডিআরআইসিএম (DRICM) প্রতিষ্ঠার পথ সুগম হয়। তারই ধারাবাহিকতায় বিসিএসআইআর-এর আওতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের সার্বক্ষণিক তত্বাবধানে এবং প্রযুক্তি-শিল্প-গবেষণাগার বিশ্ববিদ্যালয়সহ উদ্যোক্তা, আমদানি-রপ্তানিকারক তথা স্টেকহোল্ডারদের অকুন্ঠ ও নিরবচ্ছিন্ন সহযোগিতায় ইউরোপীয় ইউনিয়ন-ইউনিডোসহ আন্তর্জাতিক কারিগরি ও উন্নয়ন সহযোগীদের অব্যাহত সমর্থনে বিআরআইসিএম (তৎকালীন ডিআরআইসিএম) আজ বাংলাদেশের পরিমণ্ডল ছাড়িয়ে আন্তর্জাতিকভাবেও কেমিক্যাল মেট্রোলজির জন্যে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান।

BRiCM এর মহাপরিচালক ডঃ মালা খান, যার পরিকল্পনা আর নেতৃত্বে কেমিক্যাল মেট্রোলজি সংক্রান্ত দেশের প্রথম ও সর্বোচ্চ রেফারেন্স ল্যাবরেটরি BRiCM এর প্রতিষ্ঠা হয় (ছবিঃ দ্যা মেট্রোপলিস)

বর্তমান সরকারের সমর্থন-প্রেরণা ও সহযোগিতায় মাত্র দুই বছরেই কেমিক্যাল মেট্রোলজির ক্ষেত্রে প্রয়োজনীয় কারিগরি উন্নয়ন প্রমাণ করে  বিআরআইসিএম মেট্রোলজি সংক্রান্ত সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থা International Bureau of Weights and Measures (BIPM) ও এশিয়া প্রশান্ত মহাসাগরীয় সর্বোচ্চ আঞ্চলিক সংস্থা Asia Pacific Metrology Program (APMP)-এর সদস্যপদ অর্জন করতে সক্ষম হয়েছে। এই দুটি সংস্থার সদস্যপদ লাভ তথা আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করায় বিআরআইসিএমের সেবা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয়েছে।

BIPM কর্তৃক উদ্‌যাপিত ওয়ার্ল্ড মেট্রলজি ডে এবং ডিআরআইসিএমের প্রতিষ্ঠাবার্ষিকী (১০ জুন ২০১৯)-কে সামনে রেখে বিআরআইসিএম আয়োজন করে প্রথম কেমিক্যাল মেট্রোলজি অলিম্পিয়াড।

বিভিন্ন পর্যায়ের ছাত্র-ছাত্রীদের দুইটি গ্রুপে ভাগ করে প্রতিযোগিতার আয়োজন করা হয়। অষ্টম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ‘ক’ গ্রুপ এবং একাদশ ও দ্বাদশ শ্রেনি ও তদুপরি পর্যায়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে ‘খ’ গ্রুপ গঠনের মাধ্যমে প্রতিযোগিতার প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয় ১৭ মে ২০১৯ এবং দ্বিতীয় রাউন্ড ২০ মে ২০১৯। প্রথম রাউন্ডে উত্তীর্ণ ১০০ জনকে নিয়ে দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হয়। উত্তীর্ণ প্রতিযোগীদের প্রত্যেককে লিটমাস পেপার, ক্যালিব্রেটেড ম্যাস ও বিকার প্রদান করা হয় এবং তা ব্যবহারের ওপর ভিত্তি করে মিস / মিস্টার মেট্রোলজি উপাধি প্রদান করা হয়। উভয় গ্রুপের প্রথম স্থান অধিকারীদের একটি করে ল্যাপটপ এবং মেধাক্রম অনুসারে প্রথম ৫ জনকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

২০ মে, ২০১৯ কেমিক্যাল মেট্রোলজি অলিম্পিয়াড সংক্রান্ত সেমিনারের আয়োজন করা হয় এবং সেখানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো.আনোয়ার হোসেন, সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ড. মুহাম্মদ জাফর ইকবাল, অধ্যাপক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।

২০১৯-এ অনুষ্ঠিত অলিম্পিয়াডের সাফল্যের সূত্র ধরে ২১ মে ২০২২-এ দেশব্যাপী কেমিক্যাল মেট্রোলজি অলিম্পিয়াডের আয়োজন করা হয় যেখানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ৮ হাজার ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। প্রথম পর্বের নির্বাচিতদের নিয়ে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, সচিব জিয়াউল হাসান, এনডিসি  এবং দেশের বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই প্রতিযোগিতায় ৩টি গ্রুপ থেকে ৩ জন করে নির্বাচিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের ল্যাপটপ, ট্যাব ও ই-বুক রিডার প্রদান করা হয়।

CMO-23 এর আয়োজন সহযোগী বাংলাদেশ বিজ্ঞান পরিষদের সভাপতি আরিফ হক BRiCM এর ল্যাবরেটরি পরিদর্শনের প্রাক্কালে (ছবিঃ দ্যা মেট্রোপলিস)

বরাবরের মতো এবারও উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দেশজুড়ে কেমিক্যাল মেট্রোলজি অলিম্পিয়াডের আয়োজন  করা হচ্ছে।

এবারের আয়োজনে (CMO-23) ৩টি গ্রুপ রাখা হয়েছে যেখানে ‘ক’ গ্রুপে অষ্টম, নবম এবং দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। ‘খ’ গ্রুপে অংশগ্রহণ করবে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। এবং ‘গ’ গ্রুপে অংশগ্রহণ করবে স্নাতক এবং তদুর্ধ্ব পর্যায়ের শিক্ষার্থীরা ।

CMO-23 তে এবার প্রথম দুটি পর্যায়ে অনলাইনে বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে যথাক্রমে জেলা ও বিভাগ পর্যায়ে। উক্ত দুই পর্যায়ে বাছাইকৃত অংশগ্রহণকারীরা পরবর্তীতে সরাসরি BRiCM এর আন্তর্জাতিক মান সম্পন্ন ল্যাবরেটরিগুলোতে হাতে কলমে বিভিন্ন মেট্রোলজিক্যাল এক্সপেরিমেন্টের মাধ্যমে তৃতীয় তথা শেষ পর্যায় সম্পন্ন করবে।

BRiCM কর্তৃক আয়োজিত CMO-23 এর আয়োজন সহযোগী হিসেবে থাকছে বাংলাদেশ বিজ্ঞান পরিষদ (বাবিপ)।

CMO-23 সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিংকটি ক্লিক করুনঃ

https://www.facebook.com/watch/?v=1444786249687121

CMO-23 তে রেজিস্ট্রেশনের জন্য নিচের লিংকটি ক্লিক করুনঃ

http://eservice.bricm.gov.bd/index.php/training?fbclid=IwAR1r2EH84wDFIDyqrq0D7ipE6DBDc-3Wayh7vUF05giTl4dfyYbB5lw_uNE

BRiCM এর ফেসবুক পেজঃ

https://www.facebook.com/BRICM2020

CMO-23 ইভেন্টের ফেসবুক পেজঃ

https://www.facebook.com/events/805977647897910/?ti=ls

Add Your Heading Text Here

MD IMRAN HOSSAIN
MD IMRAN HOSSAINhttps://themetropolisnews.com/
Md. Imran Hossain, a certified SEO Fundamental, Google Analytics, and Google Ads Specialist from Bangladesh, has over five years of experience in WordPress website design, SEO, social media marketing, content creation, and YouTube SEO, with a YouTube channel with 20K subscribers.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

3,800FansLike
300FollowersFollow
250SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles