back to top
9.8 C
New York
Sunday, November 24, 2024

TMN Shop

spot_imgspot_img

বাংলাদেশ ও আইএমএফ ঋণ : সংকট ও সম্ভাবনা

নাফিসা ইসলাম মেঘা –

১৯৯৭ সাল। কোরিয়া, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডে হঠাৎ করেই শ্রমিকদের মাঝে আত্মহত্যার হার হু হু করে বেড়ে যায়। এগুলো কিন্তু খুব বিচ্ছিন্ন কোন ঘটনা নয়। এই দেশগুলো নিজেদের অর্থনৈতিক সংকট কাটাতে দ্বারস্থ হয়েছিলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর। এরপর ঋণের শর্তের ঘানি টানতে গিয়ে তাদের বন্ধ করে দিতে হয় বহু সরকারি প্রতিষ্ঠান। ফলে সাধারণ খেটে খাওয়া শ্রমিকরা চাকরি হারিয়ে হতাশায় মৃত্যুকে আপন করে নেওয়া শুরু করে।

ঠিক একই সালে পূর্ব এশিয়ার আরেকটি দেশের সরকার ঠিক করলো তারা আইএমএফের দ্বারস্থ হবে না। অর্থনৈতিক সংকট কাটাতে তারা ঋণের বোঝা না নিয়ে বরং নিজেদের অর্থনৈতিক ব্যবস্থার ত্রুটি সংশোধনেই অধিক গুরুত্ব দেয়া শুরু করল। এভাবে রাজনৈতিক সদিচ্ছা, সামর্থ্য আর অঙ্গীকারের জায়গা থেকে প্রয়োজনীয় সংস্কার করে তারা আইএমএফের দ্বারস্থ না হয়েই সংকট হতে মুক্তি পেলো।

দেশটি হলো মালয়েশিয়া। দেশটির তখনকার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ মনে করতেন আইএমএফ থেকে ঋণ নেয়ার মানে হলো নিজ দেশের রাজনৈতিক অর্থনীতির পরাধীনতা তৈরী হওয়া। কেননা তখন যেকোন নীতিনির্ধারনী সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে রাষ্ট্র আর স্বাধীন থাকেনা, বরং তাকে আইএমএফের দেওয়া শর্ত মেনেই সকল কাজ করে যেতে হয়।

এবার আসা যাক বাংলাদেশের প্রেক্ষাপটে। আইএমএফ থেকে এবার ৪৭০ কোটি ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ। আইএমএফের শর্ত সমূহ পূরণ করতে গিয়ে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক জীবনে স্বল্পমেয়াদে ও দীর্ঘমেয়াদে দুই ধরণের প্রভাব পড়তে পারে।

বাংলাদেশের উপর আইএমএফ ঋণের তাৎক্ষণিক প্রভাব

আইএমএফ ঋণ দেয়ার ক্ষেত্রে রাজস্ব আয় বাড়ানো, ব্যাংকিং খাতে সংস্কার, খেলাপী ঋণ কমানো, ভর্তুকি কমানোর মতো শর্তগুলো আরোপ করেছে।

অর্থনীতিবিদ কৌশিক বসুর মতে বাংলাদেশ সময়মতো আইএমএফের কাছে ঋণের জন্য গেছে। না গেলে বড় ধরনের বিপর্যয় হতে পারতো। শ্রীলঙ্কা তা পারেনি, সে জন্য তারা বিপর্যয়ের মুখে পড়েছে। আপাতদৃষ্টিতে  দেখলে আইএমএফের শর্তগুলো বেশ ভালো হিসেবেই ঠেকে । কিন্তু মুদ্রার অন্য পিঠও রয়েছে!

আইএমএফের শর্তগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে তা দেশের সাধারণ জনগনের স্বার্থের সাথে প্রায়শই সাংঘর্ষিক হয়ে ওঠে। কেননা দিনশেষে আইএমএফ একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান আর ঋণের অর্থ ফেরত পাওয়াই এর অন্যতম লক্ষ্য। তাই এই ঋণের শর্তসমূহ এদেশের প্রেক্ষাপটে কেমন প্রভাব ফেলবে বা তা দীর্ঘমেয়াদে লাভজনক হবে কিনা তা আইএমএফের চিন্তার বিষয় নয়।

যেমন, বিদ্যুৎ, পানি, গ্যাস আর সারে ভর্তুকি দেওয়া হয়ে থাকে। এই ভর্তুকি কমানো হলে বিদ্যুৎ, গ্যাস আর পানির মতো নিত্যব্যবহার্য পন্যের দাম হু হু করে বেড়ে যাবে। কৃষিখাতে ভর্তুকি কমানো হলে বিপাকে পড়বে কৃষকশ্রেণী।বেড়ে যাবে ফসলের উৎপাদন ব্যয়। একইসাথে বাড়বে বাজারে খাদ্যের দাম। ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে বহুগুন। ইতোমধ্যেই আইএমএফের ঋণের প্রথম কিস্তি পেয়েছে বাংলাদেশ আর সাথে সাথেই বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম।

ভর্তুকি কমিয়ে নিত্যব্যবহার্য সব জিনিসের দাম বাড়ানো হলেও সাধারণ মানুষের আয় কিন্তু একই হারে বাড়বে না। ফলে দীর্ঘ থেকে দীর্ঘতর হবে টিসিবির পণ্যের জন্য লাইন।

সুতরাং, স্বল্পমেয়াদে এই ঋণ আসলে এদেশের সাধারণ জনগণের কষ্ট বাড়িয়ে তুলবে বেশ খানিকটা।

এখন প্রশ্ন আসে দারিদ্র-সংকট নিরসনে আইএমএফ এর শর্ত কেন অকার্যকরী?

ভর্তুকি কমানোর কারণে সাধারণ মানুষের ক্ষতি কমাতে আইএমএফ লক্ষ্যভিত্তিক ভর্তুকি (Targeted Subsidy) ব্যবস্থা প্রবর্তনের প্রস্তাব করেছে। কিন্তু বাংলাদেশের মতো একটি দেশের প্রেক্ষাপটে এটি কতোটা বাস্তবায়ন করা যাবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।

উদাহরণস্বরূপ, দুর্নীতিতে জর্জরিত এই দেশে করোনা মোকাবেলায় সরকারের নানান প্রণোদনা প্যাকেজ নিয়েও হয়েছে মারাত্মক আকারের দুর্নীতি, যার ফলে প্রকৃত সুবিধাবঞ্চিতদের সাহায্য প্রদানের পরিকল্পনার সুষ্ঠু বাস্তবায়ন সম্ভব হয়নি।

আইএমএফ খেলাপী ঋণের পরিমান ২১ শতাংশ থেকে ১০ শতাংশে নামিয়ে আনার একটি শর্ত দিয়েছে। এখন এই শর্ত পূরণ করতে গিয়ে ঋণখেলাপীদের উপর চাপ প্রয়োগ করে কতোটা কার্যসিদ্ধি করা যাবে তা নিয়েও প্রশ্ন রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন যে কাগজে কলমে খেলাপী ঋণের পরিমাণ কম দেখিয়ে আইএমএফের দেয়া শর্ত হয়ত পূরণ করা হবে, কিন্তু এতে ঋণখেলাপীরা বরং আরও বেশী সুবিধা পেয়ে যাবে।

এদেশে যারা কর ফাঁকি দিয়ে থাকে সেইসকল রাঘব বোয়ালদের আইনের আওতায় আনতে বারবারই অপারগ হয়েছে সরকার। তাই যখন শর্ত মোতাবেক রাজস্ব বাড়ানোর চেষ্টা করা হবে তখন আসলে নিয়মিত করদাতাদের উপরেই আরও বেশী কর চাপানো হবে। ফলে আবারও এদেশের সাধারণ জনগণেরাই পড়বে বিপাকে।

সরকারের দূরদর্শীতা, সামর্থ্য, কর্মপরিকল্পনা আর রাজনৈতিক সদিচ্ছা না থাকলে আইএমএফের ঋণের শর্ত মানতে গিয়ে আসলে দেশের সাধারণ মানুষই কষ্ট পাবে।

আইএমএফের প্রস্তাবিত শর্তগুলো বিশ্বায়নকে ত্বরান্বিত করতে আহবান জানায়। বাংলাদেশ আমদানিনির্ভর দেশ হওয়ায় বিশ্বায়নের নেতিবাচক প্রভাব আমরা বেশী অনুভব করে থাকি। যেমন, মুক্তবাজার অর্থনীতির ফলে বিদেশী পণ্যের উপর বাংলাদেশের নির্ভরশীলতা তৈরী হওয়ায় দেশে সেইসব পণ্যের উৎপাদন হচ্ছে না। ফলে বেড়ে যাচ্ছে আমদানী ব্যয়।

তবে একথাও সত্য যে বিশ্বায়নের মাঝে লুকিয়ে আছে দেশের অর্থনীতির জন্য নানান সম্ভাবনা। বিশ্বায়নের ফলেই বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান বিদেশেও নিজেদের বাজার তৈরীর সুযোগ পাচ্ছে যার ফলে দেশে আসছে বিদেশী মুদ্রা। আইএমএফের ঋণ ও বিশ্বায়নকে পুঁজি করে দেশেই সকল আমদানি পণ্যের বাজার তৈরী করতে হবে, উৎপাদন বাড়াতে হবে, ব্যবসা বাণিজ্যের উন্নয়ন ঘটাতে হবে, রপ্তানী বাড়াতে হবে। তবেই উন্নয়ন হবে টেকসই। আইএমএফের ঋণকে বিশ্বায়নের সাথে সম্পর্কিত সব খাতে ব্যবহার করে এই খাতগুলোকে শক্তিশালী করা গেলে বাংলাদেশের জন্য তা মঙ্গল বয়ে আনবে।

আইএমএফের ঋণের সম্ভাব্য দীর্ঘমেয়াদী প্রভাব

এবার ঋণের সম্ভাব্য দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে আলোচনা করা যাক। বাংলাদেশ আসলে এক প্রকার বাধ্য হয়েই ধেয়ে আসা অর্থনৈতিক সংকটের ঝুঁকি মোকাবিলায় এই ঋণ নিয়েছে। তারা শ্রীলংকা কিংবা পাকিস্তানের মতো দেউলিয়া হয়ে বেল-আউটের আবেদন করেনি বরং সম্ভাব্য ঝুঁকির আগেই সতর্ক হতে চেয়েছে।

আইএমএফের ঋণের ফলে এদেশের রিজার্ভের ঘাটতি সাময়িক পূরণ হয়েছে একথা কিন্তু সত্য। একইসাথে এটিও সত্য যে এই ঋণের ফলে অন্যান্য দাতা সংস্থা থেকে ঋণ পাবার পথও কিছুটা সুগম হয়েছে।

কিন্তু এভাবে বাংলাদেশ আবারও একটি দাতা নির্ভর রাষ্ট্রে পরিণত হচ্ছে। পর্যাপ্ত পরিমাণে রপ্তানী ও বিনিয়োগ না বাড়লে এবং রেমিট্যান্স না এলে ডলার সংকট সাময়িক কাটলেও দীর্ঘমেয়াদে দেশের সংকট আরোও গভীরতর হবে। কেননা এই ঋণের অর্থের একটি অংশ আইএমএফকে আবার ফিরিয়ে দিতে হবে বাংলাদেশের।

বিশেষজ্ঞরা বলছেন, দেশের অর্থনৈতিক নীতিনির্ধারকদের নানান গাফিলতি, অদক্ষতা ও অব্যবস্থাপনার কারণে বাংলাদেশ যেসকল ক্ষেত্রে উন্নতি লাভ করেছিলো সেগুলো থেকে ছিটকে পড়েছে। পুঁজিপাচারের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ সৃষ্টি হয়েছে। ফলে শুরু হয়েছে রিজার্ভ পতনের ধারা যা মোকাবিলা করতে পারছেনা সরকার। এই ধারা বন্ধ করা না গেলে আসলে দেশের দিকে ধেয়ে আসা অর্থনৈতিক সংকটকে থামানো কঠিন হয়ে পড়বে।

আমরা যদি আইএমএফের ঋণ কর্মসূচির ইতিহাসের দিকে তাকাই তবে এই ঋণ নিয়ে নিজেদের বিপদ কাটিয়ে উঠেছে এমন দেশের উদাহরণ খুব একটা চোখে পড়েনা। আইএমএফের ঋণ এবং নিজেদের দুর্নীতির ফলে আর্জেন্টিনার অর্থনীতি ধসে যাবার উদাহরণ আমরা সম্প্রতি দেখতে পেয়েছি। তবে ইন্দোনেশিয়া, ভারত, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো আইএমএফের ঋণ নেওয়ার পরও নিজেদের অর্থনীতির নানা সংস্কার করতে পেরেছে বলেই নিজেদের সংকট এক পর্যায়ে কাটিয়ে বিশ্ববাজারে শক্তিশালী অবস্থানে যেতে সমর্থ হয়েছে।

অর্থনীতিবিদ-বিশ্লেষক অধ্যাপক ড. মইনুল ইসলামের মতে, আমাদের রিজার্ভ কমছে মূলত ৪টি কারণে। আমদানির ওভার ইনভয়েসিং, রপ্তানির আন্ডার ইনভয়েসিং, রপ্তানি আয় দেশে ফিরিয়ে না আনা এবং ব্যাংক থেকে নেওয়া বিপুল পরিমাণ ঋণের অর্থ হুন্ডির মাধ্যমে পাচার হয়ে যাওয়া।

কিন্তু আইএমএফের শর্তগুলোর একটিও আসলে এই কারণগুলো সমাধানের চেষ্টা করেনা। তাই, শুধুমাত্র আইএমএফের ঋণ নিয়ে আর তাদের বাতলে দেওয়া কর্মসূচী পালন করে সাময়িক অর্থনৈতিক স্বস্তি মিললেও এতে বাংলাদেশের অর্থনৈতিক সংকট মোকাবেলা করা সম্ভব হবেনা। বরং অর্থনৈতিক সংকটের যে কারণগুলো চিহ্নিত করা হয়েছে সেগুলো সমাধানে যথাযথ ব্যবস্থা নিয়ে রিজার্ভ পতনের যেই বিপজ্জনক ধারা শুরু হয়েছে তা রুখতে পারার সম্ভাবনার উপরেই দাঁড়িয়ে আছে আমাদের ভবিষ্যৎ অর্থনীতির রূপরেখা।

নাফিসা ইসলাম মেঘা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

MD IMRAN HOSSAIN
MD IMRAN HOSSAINhttps://themetropolisnews.com/
Md. Imran Hossain, a certified SEO Fundamental, Google Analytics, and Google Ads Specialist from Bangladesh, has over five years of experience in WordPress website design, SEO, social media marketing, content creation, and YouTube SEO, with a YouTube channel with 20K subscribers.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

3,800FansLike
300FollowersFollow
250SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles