মেট্রোপলিস রিপোর্ট –
‘গর্ভকালে চারবার সেবা গ্রহণ করি, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি’ —এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও আজ ২৮ মে সারাদেশে পালিত হচ্ছে ‘’নিরাপদ মাতৃত্ব দিবস।‘’
মায়েদের নিরাপদ স্বাস্থ্য, মাতৃমৃত্যু হার কমিয়ে আনা ও সেইসাথে নবজাতকের সুস্বাস্থ্য নিশ্চিত করা হলো নিরাপদ মাতৃত্ব দিবস পালনের উদ্দেশ্য। সেই উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে প্রতি বছর ২৮ মে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়ে আসছে।
একজন নারী গর্ভধারণের পর থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রাখেন। মায়ের পাশাপাশি মাতৃগর্ভে বেড়ে ওঠা শিশুরও যত্ন প্রয়োজন, মা ও গর্ভস্থ শিশুর এই যত্নই গর্ভকালীন সেবা। এই গর্ভকালীন সেবার লক্ষ্য হলো মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং গর্ভজনিত কোনো জটিলতা দেখা দিলে তা প্রতিরোধ বা চিকিৎসা করা।
জাতিসংঘ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্যমতে, শিশু জন্ম দিতে গিয়ে বিশ্বে প্রতিদিন প্রায় ৮০০ গর্ভবতী মা মারা যান। বাংলাদেশে প্রতি বছর ১২ হাজার নারী গর্ভধারণ ও এ সংক্রান্ত জটিলতায় মারা যান।
১৯৯৭ সাল থেকে ২৮ মে নিরাপদ মাতৃত্ব দিবস পালন করে আসছে বাংলাদেশ সরকার।