একটা স্বপ্ন দেখি প্রায়ই
তুমি আমার হয়েছ…
আরেকটা স্বপ্ন দেখি
যেখানে ধূসর মরুভূমি…
ফেলে আসা সেই দিনগুলো
কখনো হাসায়, কখনো কাঁদায়…
আচ্ছা তুমিও কি আমার জন্য কাঁদো!
আমাদের সেই মিষ্টি মধুর দিনগুলো ভেবে…
আনকোরা তুমি আর আমি
মনে পড়ে তোমার!
প্রথম দিন আমি যখন
তোমার সাথে তাল মিলিয়ে হাটছি
তখন বলেছিলেঃ এই মেয়ে,
তোমায় কাঁচের চুড়ি কিনে দেবো!
খুব ইচ্ছা হচ্ছিল জানো!
কতদিন হাতে কাঁচের চুড়ি পড়িনা…
কিন্তু লজ্জায় আর হলোনা বলা!
যদি অনভ্যস্ত হাতে পরতে গিয়ে কেটে যায় হাত!
তারচেয়ে তোমার পাশে হাটতেই বেশ লাগছিল…
একসময় সন্ধ্যা হয়ে গেল
টিএসসির মোড়ে তরুণ-তরুণীদের জটলা
হঠাৎ তুমি বললেঃ এই মেয়ে,
টংয়ের দোকানের দুধ-চা খাবে!
আমি কিছু বলার আগেই সামনে দেখি
ধোয়া ওঠা গরম চা…
সেই ধোয়ার রিংয়ের ভেতর দিয়ে
তোমার সেই শ্যামবর্ণ মুখটা
আমার মনে অদ্ভুত মায়া ছড়াচ্ছিল…
কিন্তু কথায় বলে
ভালোবাসার মায়া বেশিদিন থাকেনা!!
তারপর অনেক সুখের ক্ষণ পার হওয়ার পর
মহাকাল আমাদের পাশাপাশি থাকায় ছেদ ঘটালো
এখন আমরা আছি ঠিক বিপরীত মেরুতে
একজন আরেকজনকে দেখতে পাই
হয়ত মন দিয়ে ছুঁতেও পারি
কিন্তু সেই সুযোগ আর কই!
জনস্রোতের ভীড়ে আমার একটা তুমি ছিলে
এটাই সত্যি মনে হয়…
তোমারও কি ব্যস্ত জীবনের অবসরে
কখনো মনে হয় তোমারও একটা আমি ছিলাম!
ইফতেশাম বাশার (রিমি) একজন পুরপ্রকৌশলী এবং বর্তমানে বুয়েটে পিএইচডি করছেন। অধ্যাপনা এবং নিজের গবেষণার পাশাপাশি অবসরে তিনি গল্প-কবিতা ইত্যাদি লিখে থাকেন।