মাসুম হোসেন –
চারদিন বয়সী এক অসুস্থ ছেলে নবজাতক হাসপাতালে ভর্তি আছে। চিকিৎসককের পরামর্শ অনুযায়ী জরুরী ভিত্তিতে একটি ইনজেকশনের প্রয়োজন হয় তার। সেটি কিনতে হাসপাতাল সংলগ্ন ফার্মেসিতে যান তার বাবা। ওই সময় ফার্মসিতে প্রতারণার শিকার হন তিনি। ১৬ টাকার ইনজেকশন তার কাছে বিক্রি করা হয় ৫২০ টাকায়। আর এতেই ঘটে বিপত্তি! অবশেষে জরিমানা আদায় করাসহ সাময়িক সিলগালা করা হয় ওই ফার্মেসি।
এমন ঘটনা ঘটে বগুড়ার সদরের ছিলিমপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল সংলগ্ন একটি ফার্মসিতে। ওই ফার্মেসির নাম বর্ষণ মেডিসিন এন্ড সার্জিক্যাল। সেখানে প্রতারণার শিকার হন নবজাতকের বাবা মো. লিখন। পরে তিনি নিজেই অভিযোগ করেন।
রোববার বিকেলে অভিযোগের ভিত্তিতে ওই ফার্মসিতে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল ইসলাম রিজভী। এর আগে, এদিনই প্রতারণার শিকার হয়ে অভিযোগ করেন লিখন।
অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ওই ফার্মসিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এরমধ্যে অভিযোগকারী নবজাতকের বাবাকে ৭ হাজার ৫০০ টাকা দেয়া হয় বলে রোববার রাতে জানান ইফতেখারুল আলম রিজভী।
তিনি আরও বলেন, লিখন ফার্মেসিতে kacin100 নামের একটি ইনজেকশন কিনতে যান। তবে তিনি এর দাম জানতেন না। বিষয়টি বুঝতে পেরে তার কাছ থেকে বেশি দাম নেয় ওই ফার্মেসি। পরে লিখন জানতে পারেন যে, তিনি প্রতারিত হয়েছেন। ১৬ টাকার ইনজেকশন তার কাছ থেকে ৫২০ টাকা নেয়া হয়েছে। এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মুঠোফোনে অভিযোগ করেন তিনি।
ইফতেখারুল আলম রিজভী বলেন, অভিযান পরিচালনার সময় অনেকের কাছে মৌখিক অভিযোগ পাওয়া যায় ওই ফার্মেসির বিরুদ্ধে। সবাই একই অভিযোগ করেন যে, ফার্মেসিতে ওষুধের দাম বেশি নেয়া হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।