দেখেছো ঐ গগন মাঝে
রং বেরঙের ছবি
ওরা তো রং ধার করেছে তোমায় হতে কবি,
সকাল সাজে শিউলী ফুলে
রাতে রজনীগন্ধা
ওরাই তো সুবাস বিলায়
তোমায় করতে সুগন্ধি।
দুপুরে খড়ারোদে মাতাল রোদের তাপ
তোমাকে শিখাতে চায়
প্রেমের নিপুন ধাপ।
সন্ধ্যাবেলায় রংধনুর ঐ
সাতটি রং এসে
খুব গোপনে তোমায় ওরা আবির মাখে হেসে।
রাতে যখন সবায় ঘুমায়
অন্ধকারের তোড়,
তোমায় শীতল করবে তাই
হাওয়ায় লাগে জোর।
নীরব ভুবন তন্দ্রা যখন
চোখের মাঝে ঢলে
আপন ভুবন আপন খুঁজে
বুঝাতে পলে পলে।
ঢেউ খেলে যায় স্বপ্ন রানী
ঘুমকুমারের গায়
এরা সবাই তোমার মাঝে
নবীণ দেখতে চায়।
ভোরের সূর্য তিলক পরা
বধূর মত বেশ
তোমার মাঝে হারিয়ে খুঁজে
নতুন রঙের দেশ।।