আমি মুখোশধারী, মুখোশ চিনি
মিথ্যা সেচে সত্য বুনি
বিশ্বাস বাজারে ধোকা কিনি
আর! রাত্রে শুয়ে দিন গুনি
যে হলো আমার কামাই কত?
কত গেলো গচ্চা?
চাইলে মালিক হিসাব শত
দিতে কি পারবো একটা?
পড়েই দুনিয়াতে, ছিটিয়ে দিছে দৌড়
কিসের পিছে? জানে না
এই অজ্ঞাত জনম ঘুরায় যে মোড়
সেই মুর্শিদ পরশ মানে না
মালিক বিচার করে মনের
আত্মশুদ্ধি করো
দুনিয়া বিচার করে ধনের
একটা বুদ্ধি ধরো
বিলিয়ে দাও সব এ ভুবনে
দেখো চাবে আরো
লুটিয়ে দাও নিজেকে মুর্শিদ চরণে
শুনবে “নিজেকে চিনো, জগত ছাড়ো”
সত্য শোনো খোলো তোমার কান
অসৎ কর্ম ষড় রিপুর টান
কাম-ক্রোধ-লোভ-মোহ-মাৎসর্য-মদ
যাকে বলা হয়েছে শয়তান
মরার আগে মরো
ভব মায়া ত্যাগ করো
আমার আমার ছাড়ো
দুই-এ মিলে এক করো
আপন সুরতে খোদা
দেখলেন মোহাম্মদ, তথা
মোহাম্মদ হইতে কেউ নয় সুধা
যিনি স্বয়ং জাত, খোদা হইতে নয় জুদা
শাই-মুর্শিদ এক না
কিন্তু আবার একই
তাই মুর্শিদ শিক্ষা শেখ না
বুঝবি শাই হইতে সবই
মরণ ভয় পায় না
যে মরার আগে মরে
লোভ-লালসা-হিংসা কি করা যায়,
মরনের পরে?
তাই জিন্দা থাকতে মরো
প্রতি দমে জিকির করো
না বেহেস্তের আশায়, না দোজখের ভয়ে
মুর্শিদ প্রেমে পড়ো
জগৎ চিনবা আপন চিনলে
বেহেস্ত পাইবার জনম ফিরলে
দোজখ অপেক্ষায় রিপু ভিরলে
খোদা মিলবে আপন মিললে
লক্ষ্য কোটি রুপ যার
সে কিভাবে নিরাকার?
ইচ্ছা থাকলে হয় দিদার
বলো ইচ্ছা, নাই দেখার
দিন শেষে যার রাত ভালো যায়
দীন ভালো ছিল তার
দিল থেকে যে শুকরিয়া করে খায়
দি-ইল্ম আলো নিলো তার।