মেট্রোপলিস রিপোর্ট
বাংলাদেশে ইংরেজি ভাষা শিক্ষার বর্তমান চিত্রটি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। আমাদের শিক্ষাব্যবস্থায় যে বিষয়টা শেখানোর প্রতি জোর দেওয়া হচ্ছে তা হলো, ’কমিউনিকেটিভ ইংলিশ’ বা ‘যোগাযোগমূলক ইংরেজি’। ’কমিউনিকেটিভ ইংলিশ’ বলতে বোঝায় ’কমিউনিকেশন’ বা যোগাযোগের উপযোগী ইংরেজি ভাষা। মানে, শিক্ষার্থীরা প্রথমে ভাষা ব্যবহার করে যোগাযোগ করতে শিখবে পাশাপাশি সঠিক ভাষা আয়ত্ত করবে।
যে কোনো ধরনের ফরমাল বা অফিস কমিউনিকেশন এর জন্য এই বইটি হতে পারে আপনার জন্য কার্যকরী সহায়ক। হীরক রানা ও মারিয়া সালামের লেখা বইটি একুশের বইমেলায় পাওয়া যাচ্ছে চিত্রা প্রকাশনীতে, স্টল নং- ৭৫-৭৬, সোহরাওয়ার্দী উদ্যান, লিটন ম্যাগ চত্বর এর পাশে।
বিভিন্ন কর্পোরেট হাউজে অভ্যন্তরীণ যোগাযোগে ও প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে ব্যবসা-বাণিজ্যে কাঙ্খিত সাফল্য অর্জনের জন্য বিজনেস কমিউনিকেশন এর সঠিক জ্ঞান থাকার গুরুত্বও অনেক বেশী। ব্যবসার ক্ষেত্রে কার্যকর যোগাযোগ অবশ্যই গুরুত্বপূর্ণ। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে অপর্যাপ্ত যোগাযোগ অনেক বেশি বিতর্ক ও বিভ্রান্তির সৃষ্টি করে। ইংরেজীতে যোগাযোগ দক্ষতা কর্মক্ষেত্রে এ সংক্রান্ত দায়িত্ব পালনে আরও বেশি আত্মবিশ্বাসী হতে সাহায্য করে।
চাকুরী, ব্যবসা বানিজ্য থেকে শুরু করে বহির্বিশ্বের সাথে যোগাযোগ সবকিছুতেই ইংরেজি ভাষার বহুল ব্যবহার মাথায় রেখেই এই বইয়ের বিষয়গুলি সাজানো হয়েছে। আশা করি বইটি শিক্ষার্থী থেকে শুরু করে চাকুরীজীবী, সবারই প্রয়োজন মেটাবে। আর তাই যদি হয়, তাহলে আমাদের এই ক্ষুদ্র চেষ্টা একটু হলেও স্বার্থক হবে।