সুখ পুরনো হওয়ার সময় পায় না
সৌন্দর্যের সোনালী স্বপ্ন ঝরে পড়ে দুঃখ
অতীত অগ্নিতাপে রূপান্তরিত রত্নভান্ডার,
মহা-মূল্যবান সম্পত্তি,
পৃথিবীর হৃদয় খুঁড়ে পাই জমাটবাঁধা কষ্ট-
সোনা মানিক হীরা জহরত ঐতিহ্য;
আমার প্রত্নতাত্ত্বিক বন্ধুকে একদিন বলেছিলাম,
পৃথিবীর বুক চিরে প্রাচীন হাড়-গোড়-ফসিলে-
তুমি কি খুঁজে পাও সুখের চিহ্ন-আবাস?
তুমি কি গায়ে মাখতে পার সুগন্ধি-বিলাস?
তুমি কি শুনতে পাও সুর শিঞ্জন-শিৎকার?
তুমি কি ভাসতে পার মনের স্বচ্ছ-সরোবর?
উদাসীন বিজ্ঞানী বন্ধু আরও বেশি উদাসীন হয়
তর্জনীর ইশারায় বলে –
দুঃখের বাজার মূল্য শূন্য, ক্রেতা নেই,
সুখের উচ্চ মূল্যে ভোক্তাদের সারি
মাইলের পর মাইল দীর্ঘ হয়
আরতির ডালা খাটো হয় সমানুপাতিক;
পাপড়িরা ঝরে পড়ে বেদনা বাতাস দোলায়
মাটির অন্তরে নেয় চিরন্তন ঠাঁই
বিলাসের বাহারি মূল্য পরিশোধ করে
জমাটবাঁধা কষ্টের আকর-
সোনা মানিক হীরা জহরত,
সকলের আরাধ্য অহংকারের জৌলুস।
কবি মনিরুজ্জামান বাদল বাংলাদেশ সরকারের বন, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত আছেন