রাশিদুল ইসলাম –
সদ্য সমাপ্ত খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ের পর শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যায় ভাসছেন পুননির্বাচিত মেয়র ও নবনির্বাচিত কাউন্সিলরা। নির্বাচনে জয়ী হলেও এখনই তারা দায়িত্ব বুঝে পাচ্ছেন না। স্থানীয় সরকার আইন অনুযায়ী, দায়িত্ব পেতে তাদের অপেক্ষা করতে হবে আরও ৪ মাস।
আর ততোদিন অর্থাৎ চলতি বছরের ১০ অক্টোবর পর্যন্ত বর্তমান কাউন্সিলররাই নিজ পদে বহাল থাকবেন। কাউন্সিলরদের মধ্যে যারা পরাজিত হয়েছেন এবং নির্বাচনে অংশ নেননি এমন ১৮ জন কাউন্সিলরও নিজ পদে থাকবেন ১০ অক্টোবর পর্যন্ত। ১১ অক্টোবর নির্বাচিত মেয়র ও কাউন্সিলরা দায়িত্ব বুঝে নেবেন।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর প্রথম অধ্যায়ের সিটি করপোরেশনের মেয়াদ সম্পর্কে বলা হয়েছে, “করপোরেশনের মেয়াদ উহা গঠিত হইবার পর উহার প্রথম সভা অনুষ্ঠিত হইবার তারিখ হইতে পাঁচ বৎসর হইবে।”
কেসিসি থেকে জানা গেছে, ২০১৮ সালের নির্বাচনে বিজয়ী হয়ে তালুকদার আবদুল খালেকের নেতৃত্বাধীন কেসিসির বর্তমান পরিষদ দায়িত্বগ্রহণ করে ওই বছরের ২৫ সেপ্টেম্বর। বর্তমান পরিষদের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয় ১১ অক্টোবর। অর্থাৎ চলতি পরিষদের মেয়াদ শেষ হবে চলতি বছরের ১০ অক্টোবর। মেয়াদ শেষের পরই নতুন পরিষদ দায়িত্বগ্রহণ করবেন।