জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতরের অভিযান- ফাইল ছবি-
মেট্রোপলিস রিপোর্ট-
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সক্ষমতা বৃদ্ধির আহ্বান জানিয়ে ভেরিভাইড ফেসবুক পেজে বিবৃতি দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।
আওয়ামী লীগের ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করা হয়, প্রতিবার যখন রমজান, ঈদ, পূজা আসে তখন আমাদের কিছু অসাধু ব্যবসায়ী মজুতদার দ্রব্যের মূল্য বাড়িয়ে দেয়। এবারও সেই অপতৎপরতা ছিলো। কিন্তু সরকারের নানামুখী তৎপরতা, ভোক্তা অধিকার সংস্থার নানামুখী কার্যক্রম এবং এফবিসিসিআই সোচ্চার থাকার কারণে তেমনটি হয়নি, কোনো কোনো পণ্যের মূল্য কমেছে। যেমন মুরগির দাম অনেক বাড়িয়ে দেওয়া হয়েছিল সেটি কমেছে।
এতে এটিই প্রমাণিত হয়, যদি আমরা ভোক্তা অধিকার সংস্থাকে আরো শক্তিশালী করি, তাদের কার্যক্রম আরো সম্প্রসারিত হয় এবং একইসাথে ব্যবসায়ী সংগঠনগুলো যদি ভূমিকা রাখে তাহলে পণ্যের মূল্য যখন তখন বাড়ানো সম্ভব নয়। কারণ ইউরোপ-আমেরিকায় পণ্যের সংকট আছে, কিন্তু আমাদের দেশে কোনো পণ্যের সংকট হয়নি। কিন্তু অসাধু ব্যবসায়ীরা সবসময় সুযোগ খোঁজে দাম বাড়ানোর, যা দুঃখজনক।
দ্রব্যের দাম বাড়ানোর নেপথ্যে থাকা অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে পত্রিকায় এবং টেলিভিশনে রিপোর্ট হলে তা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জন্য ব্যবস্থা গ্রহণে সহায়ক হবে বলেও বুধবার বিকেলে ফেসবুকে আওয়ামী লীগের দেওয়া স্ট্যাটাসে উল্লেখ করা হয়।
সরকার দলীয় সংগঠনটির বিবৃতিতে স্বাগত জানিয়েছেন নেটিজেনরা।
ওই পোস্টে মন্তব্যকারীদের মধ্যে একজন আজহারুল ইসলাম মিথুন। তিনি লেখেন, সরকারের তদারকির জন্য ধন্যবাদ, এই তদারকি আরও বাড়াতে হবে, জনগণের সার্থে, সাধারণ মানুষের জন্য।
তিনি আরও লেখেন, বঙ্গবন্ধু কন্যার দৃষ্টিভঙ্গির কারণেই পাল্টাতে শুরু করেছে বাজার ব্যবস্থাপনা।
মেহেদী হাসান নামের একজনের ফেসবুক আইডি থেকে মন্তব্যের ঘরে লেখা হয়, যতদিন রবে শেখ হাসিনার হাতে এই দেশ, পথ হারাবে না বাংলাদেশ।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ ভোক্তা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ব্যাপক অভিযান পরিচালনা করে ইতোমধ্যে জনবান্ধব দফতরে পরিণত হয়েছে বলে ভোক্তারা জানিয়েছেন।
জানতে চাইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, সকল শ্রেণীর ব্যবসায়ির সঙ্গে যথাসময়ে মতবিনিময় সভার মাধ্যমে সতর্ককরণসহ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করছেন মহাপরিচালক। এই দফতর একটি পরিকল্পিত পদ্ধতিতে কাজ করছে ফলে জনগণ সুফল পাচ্ছেন।