ছবি: মেট্রোপলিস-
মেট্রোপলিস রিপোর্ট-
বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় করা বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন গণ অধিকার পরিষদ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার বেলা ১১ টার দিকে শহরের সাতমাথা এলাকায় মিছিল ও সমাবেশ করে গণ অধিকার পরিষদ। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব তারেক রহমান।
বক্তব্যে তারেক রহমান বলেন, সভা-সমাবেশ আমাদের রাজনৈতিক অধিকার। এরপরেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমাদের বাধা দিচ্ছেন।
তিনি আরও বলেন, গণশুনানি ছাড়ায় সরকার বিদ্যুতের দাম, গ্যাসের বাড়িয়েছে। আজ আমরা যদি একটা নির্বাচিত সরকার পেতাম, তাহলে তারা মানুষের দুঃখ বুঝতো।
হামলার বিষয়ে জানতে চাইলে সংগঠনটির জেলা কমিটির আহ্বায়ক খোরশেদ আলম বলেন, পুলিশের বাধা উপেক্ষা করে কেন্দ্র ঘোষিত কর্মসূচি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। পরে আমরা ফিরে আসছিলাম। পথে মফিজ পাগলার মোড় ও পিটিআই মোড়ে আমাদের নেতাকর্মীরা হামলার শিকার হন। জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহার নেতৃত্বে আমাদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীর অনেকে হেলমেট পড়ে ছিল। তাদের হাতে লাঠিসোটা ও এসএস পাইপ ছিল।
তিনি আরও বলেন, এরপরে আমরা বগুড়া শাহজানপুর উপজেলার বেতগাড়ি এলাকায় চলে আসি। হামলাকারী মোটরসাইকেলের বহর নিয়ে বেতগাড়ি পর্যন্ত আসে। তারা (ছাত্রলীগ) এখনো আমাদের খুঁজছে, সামনে পেলেই মারধর করবে।
জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মিজানুর রহমান পলাশ বলেন, ছাত্রলীগের নেতাকর্মীর হামলায় জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ফরহাদ আলী ও শেরপুর উপজেলার সাধারণ সম্পাদক রাকিবুল হাসানসহ আমাদের অন্তত ১৬ জন আহত হয়েছেন।
জানতে চাইলে জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা বলেন, আমরাও হামলার ঘটনা শুনেছি। তবে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালাননি। সাধারণ শিক্ষার্থীরা হামলা চালিয়েছেন।